Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন (ফরম-১৩)
বিস্তারিত

ভোটার স্থানান্তর করতে হলে নির্দিষ্ট ফরম নং-১৩ এর

মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে

 

আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্রঃ

 ১। পূরনকৃত-১৩ নম্বর ফরম।

২। ১৩ নং ফরম এর উল্টোদিকে স্থানীয় প্রতিনিধিদের স্বাক্ষর-সীল  ও আইডি নম্বর।

৩। সংশিস্নষ্ট এলাকার নাগরিক সনদপত্র।

৪। বিদ্যুৎ/পানি/গ্যাস/টেলিফোন বিলের ফটোকপি।

৫। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৬। পূরনকৃত-১৩ নম্বর ফরম আবেদনকারী নিজে অত্র অফিসে এসে জমা দিতে হবে।

[বিঃ দ্রঃ স্থানামত্মরের আবেদন ফরম-১৩ যে কোন কম্পিউটার/ফটোকপির দোকানে পাওয়া যায়।]

উপজেলা নির্বাচন অফিসার

 সিংড়া, নাটোর।


ডাউনলোড